গল্প আর চরিত্রের ভেতরেই নিজেকে খুঁজছেন মাহি

পরিণত শিল্পী হয়ে ওঠার আকাঙ্ক্ষা থেকে একের পর এক নতুন গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরছেন সামিরা খান মাহি। সেই ভাবনা থেকে আরও দুটি ভিন্ন ধরনের গল্পের নাটকে দেখা মিলছে এই তারকা অভিনেত্রীর। নাম ‘মেঘ না চাইতে বৃষ্টি’ ও ‘তোমার প্রেমে’। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘মেঘ না চাইতে বৃষ্টি’ নাটকটি। প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। এ নাটকে আরও একবার মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। এই জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘নীল ছাতা’, ‘দ্বিতীয় পত্র’, ‘ফিরে আসা’, ‘বকুল ফুল’, ‘ভেতরে আসতে দাও’, ‘প্রশ্ন করো না’, ‘আদরে রেখো’, ‘বালক বালিকা’, ‘প্রেমিকার বয়ফ্রেন্ড’, ‘মন খারাপের দিনে’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে। আসাদ জামানের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নির্মিত ‘মেঘ না চাইতে বৃষ্টি’ নাটকে আরশ-মাহি জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাসুম বাসার, সুমি আক্তার, মিলি বাসার, আনোয়ার শাহী, সম্পা নিজাম প্রমুখ। মাহির দ্বিতীয় নাটক ‘তোমার প্রেমে’ প্রকাশ পাচ্ছে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে। রুবেল আনুশের চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে মাহির বিপরীতে আছেন অভিনেতা সোহেল মণ্ডল। আরও অভিনয় করেছেন মিলি বাসার, লিয়া মনি, সাদি প্রমুখ। নতুন এই দুই নাটক নিয়ে সামিরা খান মাহি বলেন, ‘গল্প ও চরিত্র নতুন হলেও এতে আছে চেনা জীবন ও আশপাশের মানুষের ছায়া। তাই গল্পের সঙ্গে দর্শক সহজেই মিশে যেতে পারবেন। যাপিত জীবনের নানা ঘটনাকে নতুনভাবে দেখার সুযোগও মিলবে। সব মিলিয়ে নাটক দুটি আমাকে যেমনি নতুনরূপে দর্শকের সামনে তুলে ধরছে, তেমনি দর্শক প্রত্যাশা পূরণের সুযোগ এনে দিচ্ছে। কাজের বিষয়ে বাছবিচার নিয়ে মাহি আরও বলেন, “শুধু এই দুটি নাটক নয়, এ সময়ে যেসব গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরছি, তার সবই অনেক বাছবিচারের পর হাতে নেওয়া। এর মূল কারণ দিন দিন অভিনয়ের তৃষ্ণা বেড়ে যাওয়া ও পরিণত শিল্পী হয়ে ওঠার আকাঙ্ক্ষা পূরণ। যখন অভিনয়ের সূত্রে দর্শকের ভালোবাসা পাওয়া শুরু, তখনই একরকম নিশ্চিত হয়েছি যে, এটাই আমার নিয়তি নির্ধারিত কাজ। মনপ্রাণ ঢেলে এই কাজই করতে হবে। এটাও সত্যি যে, স্বল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে রেকর্ড সংখ্যক নাটকে অভিনয়ের সুযোগ হয়েছে। কিন্তু একটা সময় এসে বুঝেছি, এই সংখ্যা আসলে ততটা গুরুত্বপূর্ণ নয়। কী ধরনের কাজ করছি, সেটাই আসল। তাই যতদিন অভিনয় করে যাব, ভালো কিছু দর্শকের মাঝে তুলে ধবর এই ভাবনা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি। যার কিছুটা আভাস পাওয়া যাবে ‘মেঘ না চাইতে বৃষ্টি’ ও ‘তোমার প্রেমে’ নাটক দুটির মাধ্যমে।