চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইন ও গাঁজাসহ আটক ২

সদর ও শিবগঞ্জ উপজেলায় র্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পৃথক ৩টি অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের ৫’শ ৪ গ্রাম হেরোইন, বাড়ির আঙ্গিনায় রোপনকৃত ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১টি ইজিবাইক সহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুর মহল্লার মৃত গোলাম মোস্তফার ছেলে তসিকুল ইসলাম ও গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামের কাওসার আলীর ছেলে জসিম উদ্দিন। গতকাল রাতে র্যাব-৫ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুরে গোপন খবরের ভিত্তিতে সদরের ইসলামপুর ইউনিয়নের চরইসলামপুর গ্রামে চেকপোস্ট বসিয়ে ইজিবাইকে বহনকালে ২৯৫ গ্রাম হেরোইনসহ প্রথমে গ্রেপ্তার হন তসিকুল। জিজ্ঞসাবাদে তিনি জসিমের নিকট থেকে হেরোইন ক্রয়ের কথা জানালে জসিমের বাড়ি থেকে ২০৯ গ্রাম হেরাইনসহ গ্রেপ্তার হন জসিম। গ্রেপ্তারদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুর ১টার দিকে শিবগঞ্জের শাহাবাজপুর ধোবড়া গ্রামে আজম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তিনি পালিয়ে গেলেও বাড়ি থেকে গাঁজার গাছ ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ হয়। পলাতক আজম ওই গ্রামের মৃত ফারাজ আলীর ছেলে। গতকাল রাত সোয়া ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।