চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো একজন ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে একজন ভর্তি হয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর ফলে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ জনই থাকল। গত দিনেও চারজন ভর্তি ছিলেন। ভর্তি থাকা এই ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।