বাবুডাইংয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইংয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থী, আশপাশের গ্রামবাসী মিলিয়ে ২৭০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রোগ্রামের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং। কম্বল বিতরণের সময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন— ডেপুটি টিম লিডার এ.এইচ.এম মুনাইমুল আজম ও স্পেশাল আউটরিচ গেস্ট ইসরাত জাহান মিম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। অন্যদের মধ্যে বক্তব্য দেন— মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, বাবুডাইং গ্রামের কোল ক্ষুদ্র জাতিসত্তার নেত্রী রুমালী হাঁসদা, মোড়ল চানু হাঁসদা, মাধব সরেন, লাছাম মুরমু, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।