চাঁপাইনবাবগঞ্জে ইনার হুইল ক্লাবের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ইনার হুইল ক্লাব-৩২৮ এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কল্যাণী মহিলা সমিতির মার্জিনা হক মিলনায়তনে এসব কম্বল বিতরণ করেন ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ফারুকা বেগম। শীতের এই দুঃসময়ে কম্বল পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করে বলেন, খুবই সুন্দর কম্বল, আজ রাতে কম্বলের গরমে আরামে ঘুমাতে পারবো। খুব কষ্টে ছিলাম। ইনার ক্লাবকে ধন্যবাদ জানান তারা। ক্লাবের প্রেসিডেন্ট ফারুকা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, শীতার্ত মানুষকে উষ্ণতার পরশ দিতে পেরে আমরা আপ্লূত। এ কার্যক্রম আগামী দিনেও চলমান থাকবে ইনশাআল্লাহ। এ কার্যক্রমে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের চার্টার্ড প্রেসিডেন্ট অ্যাড. আঞ্জুমান আরা, সেক্রেটারি মহুয়া কাউসার, ট্রেজারার মনসুরা খাতুন, সদস্য ডলি আরা, সাহিনা জামান ও রাজিরা সুলতানাসহ অন্যরা।