নাচোলে ইউসিসি উপজেলা সমন্বয় সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫তে বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, আইডিএফ, ঘাসফুল, জাগরণী চক্র ফাউন্ডেশন, রিক, উদ্দীপন, ভার্কসহ রেডিও মহানন্দার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিফিকেশন কনসালটেন্ট শামীম আলম সভা পরিচালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্কজ কুমার সরকার, সহকারী পরিচালক ও বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের ফোকাল পার্সন জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, জোন প্রধান শাহাদৎ হোসেন, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ অন্যরা।
সভায় বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের অগ্রগতির ঘাটতিসমূহ নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সন্তোষজনক কাজের স্বীকৃতিস্বরূপ জাগরণী চক্র ফাউন্ডেশন ও উদ্দীপন সংস্থার ব্যবস্থাপকদ্বয়কে পুরস্কৃত করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ উপজেলা সমন্বয় সভার আয়োজন করে।
পরে পিকেএসএফ’র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিফিকেশন কনসালটেন্ট শামীম আলম প্রয়াসের ইউনিট-৩০ আড্ডা অফিসের আওতায় সদস্যদের নিরাপদ পানি ও স্যানিটেশন পরিদর্শন করেন। সেখান থেকে তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত প্রয়াসের ইউনিট-৭ অফিসে এই প্রকল্পের ওরিয়েন্টেশনে অংশ নেন।
উল্লেখ্য, নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন, নিরাপদ ব্যবস্থাপনায় পানি, হাত ধোয়া, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা ও শিশুর জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে কাজ করছে পিকেএসএফ’র বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প।