অনুশীলনে মাথায় আঘাত, হাসপাতালে শরিফুল

বিপিএলের প্রস্তুতির সময় অনুশীলনে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, অনুশীলনের এক পর্যায়ে সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে শরিফুলের মাথার এক পাশে আঘাত লাগে। সাম্প্রতিক কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন এই পেসার। ফলে বাড়তি ঝুঁকি না নিয়ে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম রয়্যালসের আগামীকাল ম্যাচ থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে টিম ম্যানেজমেন্ট। তাই বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে। চোটের অবস্থা জানতে চাইলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, আঘাত খুব গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে, তাই নিশ্চিত হতে সব ধরনের পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট হাতে পেলেই শরিফুলের অবস্থার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।