চাঁপাইনবাবগঞ্জে অন্ধ কল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার রজতজয়ন্তী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার দিনব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই উপলক্ষ উদযাপন করা হয়।

সকাল ১০টায় জেলা শহরের বালিগ্রামে অবস্থিত সমিতির কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এরপর সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়কের শান্তিমোড় প্রদক্ষিণ করে পুনরায় সমিতি কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সমিতির জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ এবং সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, সমিতির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাদিকুল ইসলাম এবং রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুকুল। অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম।