বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় আবারো নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। বুধবার ভোর পৌনে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৯/মেইন হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই সিরাপগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল জামাইপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান তল্লাশি করে ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করা হয়। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।