ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ

ভোলাহাট উপজেলায় পলু পালন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট মিনি ফিলেচার কেন্দ্রে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম।

রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (সম্প্রসারণ) যুগ্ম সচিব . এম. . মান্নান, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, টেকনিক্যাল সুপারভাইজার ওলিউর রহমান এবং প্রবীণ সাংবাদিক গোলাম কবিরসহ অন্যান্যরা।

মাসব্যাপী প্রশিক্ষণে উপজেলার ২৫ জন রেশম চাষি অংশ নিয়েছেন।

উল্লেখ্য, ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের বাস্তবায়নেবাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা২য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।