সবাইকে মুগ্ধ করবো গানে গানে
নন্দিত সংগীতশিল্পী সামিনা চৌধুরী, যিনি চার দশকেরও বেশি সময় ধরে সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন। নিয়মিত গান গেয়ে যাচ্ছেন, স্টেজ শোতেও গানে গানে দর্শককে মুগ্ধ করে যাচ্ছেন। কয়েক মাস বিরতির পর তিনি এরই মধ্যে আবারও কানাডায় গেছেন একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করার জন্য। কানাডার ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র আহ্বানে তাদের আয়োজিত অনুষ্ঠানে কানাডার স্থানীয় সময় সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন সামিনা চৌধুরী। সুদূর কানাডা থেকে বিয়ষটি নিশ্চিত করেছেন সামিনা চৌধুরী। সেখানে সংগীত পরিবেশন শেষে আগামীকাল ২৩ ডিসেম্বর তিনি ঢাকায় ফিরবেন। ঢাকায় ফিরেও বেশ কয়েকটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন গুণী এই সংগীতশিল্পী। এদিকে কানাডা যাওয়ার আগে বিটিভিতে বিজয় দিবস উপলক্ষে প্রচারিত ‘অক্ষয় ইতিহাস’ শিরোনামের অনুষ্ঠানে আরেক গুণী সংগীতশিল্পী আলম আরা মিনুর সুরে গান গেয়েছেন। গানটি লিখেছেন অধরা জাহান। কানাডা সফর ও বিটিভিতে গান গাওয়া প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘সেই ১৯৯৩ সালে প্রথম কানাডায় স্টেজ শোতে গাইতে আসি। এরপর আরও অনেকবার কানাডায় স্টেজ শোতে সংগীত পরিবেশন করতে এসেছিলাম।
এবার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী রনি ভাইসহ অ্যাসোসিয়েশনের সবার নিমন্ত্রণে তাদের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে এসেছি। আশা করছি আজকের আয়োজন সব মিলিয়ে ভীষণ সুন্দর হবে এবং আমিও গানে গানে সবাইকে মুগ্ধ করব। আরেকটি কথা না বললেই নয়, মিনু তো সত্যিই অনেক সুন্দর সুর করে। তার সুরের জ্ঞানকে আমাদের কাজে লাগানো উচিত। মূলত তাকে সাহস দিতেই তারই সুরে গানটি গেয়েছি আমি। আমার ভীষণ ভালো লাগে যখন দেখি আমাদের নারী শিল্পীরাও গানের সুর সৃষ্টি করছেন। এটি সত্যিই অনেক অনেক ভালো লাগার বিষয়। আধরা জাহানও একজন গীতিকবি হিসেবে খুব ভালো কাজ করছে। তার জন্যও দোয়া রইল। এদিকে চলতি বছরের শুরুর দিকে কানাডাতেই সামিনা চৌধুরীর সংগীতজীবনের চার দশক উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে সামিনা চৌধুরীকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হয়।