নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহীর পদত্যাগের ঘোষণা

সংস্থা ও খেলোয়াড়দের সঙ্গে মতবিরোধ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী স্কট উইনিক। তিনি বলেছেন, ক্রিকেটের দীর্ঘমেয়াদী দিকনির্দেশনা ও ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে সদস্য সংস্থা ও খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে মনমালিন্যের কারণেই তার এই সিদ্ধান্ত। আগামী ৩০ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন।
অস্ট্রেলিয়া গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে স্কট উইনিক বলেন, গভীরভাবে ভাবনার পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে দেশের ক্রিকেটে টি টোয়েন্টি সংস্করণের ভূমিকা নিয়ে তার দৃষ্টিভঙ্গি কয়েকটি সদস্য সংস্থা ও খেলোয়াড় সংগঠনের সঙ্গে মিলছে না। এ অবস্থায় সংস্থার স্বার্থে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়াই সঠিক বলে মনে করছেন।
বিশ্বকাপে ছেলের অজানা গল্প শোনালেন দিবু মার্তিনেজের বাবাবিশ্বকাপে ছেলের অজানা গল্প শোনালেন দিবু মার্তিনেজের বাবা। দুই বছরের বেশি সময় দায়িত্বে থাকার সময়ে নিউজিল্যান্ড ক্রিকেট উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তার নেতৃত্বে নারী দল টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে, পুরুষ দল ভারতে টেস্ট সিরিজে জয় পায় এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। স্কট উইনিক আরও বলেন, ‘আমি দায়িত্বে থেকে যদি গুরুত্বপূর্ণ অংশীজনদের সমর্থন ছাড়া কাজ চালিয়ে যাই, তাহলে সেটা সংস্থার ভেতরে অস্থিরতা তৈরি করবে। সেটি আমি চাই না।’
আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা ফাইনালের দিন-তারিখ ঘোষণাআর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা ফাইনালের দিন-তারিখ ঘোষণা দায়িত্ব ছাড়ার পর স্কট উইনিক তার আগের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফিরে যাবেন বলে জানিয়েছেন। স্কট উইনিকের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন নিউজিল্যান্ড নতুন একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনা করছে। প্রস্তাবিত এই লিগ চালু হলে বর্তমান ঘরোয়া পুরুষ ও নারী টি টোয়েন্টি প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে। নতুন লিগের চূড়ান্ত অনুমোদন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে জানুয়ারির মধ্যেই।