পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ। আজ দুবাইয়ের সেভেন স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে, ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। নির্ধারিত ২৭ ওভারের ইনিংসে টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ২৬.৩ ওভারে ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৬.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১২২ রান করে জয় নিশ্চিত করে করে ফাইনালে ওঠে পাকিস্তানের যুবারা। রোববার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে মাত্র ১ রান তুলে একটি উইকেট হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় ওভারে ২০ রান যোগ করে দ্রুত ম্যাচ শেষের ইঙ্গিত দেয় তারা। এরপর ৮৫ রানের জুটি গড়েন সামির মিনহাস ও উসমান খান। উসমান ২৬ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন সামিউন বশির শিকার হয়ে। তৃতীয় উইকেটে আহমেদ হুসাইনকে নিয়ে সামির ম্যাচ জেতার ইনিংস খেলে আট উইকেটের জয় নিশ্চিত করেন।
সামির ৫৭ বলে ৬৯ রান করেন এবং তার ইনিংসে পাকিস্তান মাত্র ১৬.৩ ওভারে জয় নিশ্চিত করে। এই জয়ে তারা এশিয়া কাপের ফাইনালে উঠেছে। ম্যাচটি দুবাইয়ে নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শুরু হয়। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ইনিংসের দৈর্ঘ্য ৫০ ওভার থেকে কমে ২৭ ওভারে আসে। টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের শুরুটা ছিল খারাপ। দলীয় ২৪ রানে ৪ বলের ব্যবধানে সাজঘরে ফেরেন ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২৬ বলে ২০ রান করে বিদায় নেন, দলীয় স্কোর ৫৫ রানে পৌঁছায়।
এরপর বাকিদের ব্যাটিং ভাঙন ধরতে থাকে। সামিউন বশির ৩৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংসে দলের শেষ অবদান রাখেন। পাকিস্তানের পক্ষে আব্দুল সুবহান চারটি উইকেট ও হুজাইফা আহসান দুটি উইকেট নেন। বাংলাদেশের যুব ক্রিকেটাররা তৃতীয়বারের মতো ফাইনালের পথে পৌঁছানোর স্বপ্ন পূর্ণ করতে ব্যর্থ হয়।