গোমস্তাপুরে নানা কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে।
উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার ও ভিডিপি’র সমন্বয়ে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, জেলার সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও মোস্তফা কামালসহ অনেকে। এছাড়া বিভিন্ন কর্মসূচী উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আব্দুল হামিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা প্রকৌশলী আছহাবুর আলী, শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রাণিসম্পদ অফিসার ওয়াসিম আকরাম, পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম,আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা শেষে মহান বিজয় দিবসে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।