গোল্ডেন গ্লোবের মনোনয়নে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র দাপট
বিনোদন জগতে বছরের অন্যতম আলোচিত পুরস্কার গোল্ডেন গ্লোবের মনোনয়ন তালিকায় বাজিমাত করেছে হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। গোল্ডেন গ্লোব পুরস্কারের তালিকায় পল টমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি মোট নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে বলে লিখেছে বিবিসি।
ইয়েকিম ত্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আটটি মনোনয়ন। এই সিনেমাটি চলচ্চিত্র উৎসবগুলোতে আলোচিত ছিল। এছাড়া ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে ছয়টি করে মনোনয়ন। ৮৩তম গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা হয় সম্প্রতি। লস অ্যাঞ্জেলেস থেকে দুই অভিনয়শিল্পী মার্লন ওয়ারনস ও স্কাই পি মার্শাল মনোনীত সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন।
আগামী ১১ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে গোল্ডেন গ্লোব বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অস্কারের আগে এই অনুষ্ঠানকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
এছাড়া ছয়টি করে মনোনয়ন পেয়েছে ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে। এছাড়া ‘উইকেড: ফর গুড’ ও ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমা দুটি পেয়েছে পাঁচটি করে মনোনয়ন।