চীনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে নৈশভোজ সংবর্ধনা

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চীন-বাংলাদেশ ক্রিকেট ফ্রেন্ডশিপ ট্যুরে অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই সফরের অংশ হিসেবে গ্তকাল চাইনিজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এক নৈশভোজ সংবর্ধনায় অংশ নেয় বাংলাদেশ দল।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন চীনের নারী অনূর্ধ্ব-১৯ দল এবং চীনা নারী জাতীয় ক্রিকেট দলের সদস্যরাও। নৈশভোজ শেষে উভয় দেশের খেলোয়াড়রা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।

বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দলের জন্য এটি প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চীন সফর। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই সিরিজ আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৪ সদস্যের মূল স্কোয়াড ও চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড় নিয়ে এই সফরের দল ঘোষণা করে। চীনে পৌঁছানোর পরদিনই দলটি এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়।

এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। পরবর্তী দুই ম্যাচ মাঠে গড়াবে ১৯ ও ২১ ডিসেম্বর। তিনটি ম্যাচই চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে। সফর শেষে আগামী ২২ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের স্কোয়াড:
সুমাইয়া আক্তার, আরতি মন্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতসী মজুমদার, জেরিন তাসনিম, লামিয়া মৃধা, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, ববি খাতুন, কুমারি শ্রাবণী।

স্ট্যান্ডবাই: