চাঁপাইনবাবগঞ্জে নজেকশিসের সভাপতি তরিকুল সম্পাদক বাবুল

 

নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি-নজেকশিস চাঁপাইনবাবগঞ্জের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২০২৮ মেয়াদে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন সভাপতি ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের সহকারী অধ্যাপক বাবুল আকতারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস) সভাপতি ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ, নজেকশিস এর সাবেক সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, মোশারফ হোসেন, নজেকশিস এর সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, শাহনেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, নজেকশিস এর সদস্য আনোয়ার হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে সমিতির প্রয়াত সদস্যদের ৭ জন নমিনীকে চেক প্রদান করা হয়েছে এবং প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা হয়।