শিবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ও বাংলাদেশী সহযোগিসহ আটক ৩

শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী ঠুঠাপাড়া গ্রামে বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু চোকারবারি ও তাদের এক বাংলাদেশী সহযোগি আটক করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর পারবৈদ্যনাথপুর গ্রামের নয়মুদ্দিন শেখের ছেলে আব্দুল কাদির ও আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন এবং তাদের বাংলাদেশী সহযোগি মনাকষার সাহাপাড়া তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মারুফ। বিজিবি জানায়, গত ৩ ডিসেম্বর ভোররাতে ভারতীয় দুই গরু চোরকারবারি কাঁটাতারের বেড়াবিহীন শিবগঞ্জের ফতেপুর সীমান্ত দিয়ে ৪টি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় চোরকারবারী ফজেলের নিকট হস্তান্তর করে। কিন্তু সকাল হয়ে যাওয়ায় ও বিজিবির টহল জোরদার হওয়ায় তারা আর ভারতে ফিরতে পারেনি। গত ৪ ডিসেম্বর তারা পদ্মা নদীর চরে লুকিয়ে থাকেন। পরে সহযোগি মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া বাজারে তার বাড়িতে আত্মগোপন করেন। গতকাল রাত সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আটক ৩ জনের ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।