পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস দূর করব বলেছেন উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা আমাদের ছেলেমেয়েদের কোয়ালিটি এডুকেশন দিতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাশরুম ও ডিজিটালাইজড শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে তিন পার্বত্য জেলা ও রাজধানীতে বসবাসরত পার্বত্য অঞ্চলের ছাত্র-শিক্ষক প্রতিনিধি; হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশাজীবীর মানুষ সুপ্রদীপ চাকমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আসেন। সেখানে এক উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লিখিত কথাগুলো বলেন।