এবার পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

চাকরি বিধিমালা দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা নিজ নিজ কর্মস্থল ছেড়ে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক শহিদুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা বিথিআরা খাতুন, পরিবার কল্যাণ পরিদর্শিকা হুসনে আরাসহ অন্যরা। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তাদের পদের নিয়োগবিধি এখনো চূড়ান্ত না হওয়ায় দীর্ঘদিন চাকরিতে থেকেও তারা পদোন্নতি ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একদম মাঠপর্যায়ের কর্মীদের কর্মবিরতিতে প্রসূতি মায়ের সেবাসহ সকল সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।