শিবগঞ্জে ঘোড়াপাখিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে পুরাতন ইউনিয়ন পরিষদে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। পিকেএসএফ ও অরবিস’র সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে।
চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র পিকেএসএফ’র সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার আনোরুল হক।

এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন আর রশিদ, প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী সমন্বয়কারী মোশারফ হোসেন, প্রয়াস হসপিটালের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক হোসেন আলী, স্বাস্থ্য কর্মকর্তা ফারুক হোসেন, প্রয়াসের রানীহাটি এরিয়া ম্যানেজার অজিউর রহমান, গোলাপেরহাট ইউনিট ১৬ এর ম্যানেজার মুসলেমা খাতুন, ইউনিয়ন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হকসহ অন্যরা। চক্ষু ক্যাম্পে মোট ২০৮জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদের মধ্যে ৬৩জনের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।