01713248557

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঁচ দিন সময় চেয়েছে বিসিবি

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা বাড়ছে। গতকালই সেটি আইসিসি থেকে চলে আসার কথা ছিল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে থাকছে, নাকি অন্য কোথাও চলে যাচ্ছে, সে বিষয়ে আইসিসি সিদ্ধান্ত নিয়ে ফেলার আগেই অবশ্য আরো কিছুটা সময় চেয়ে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। তাতে আগামী ২০ আগস্ট পর্যন্ত সময় চাওয়া হয়েছে। বিশ্বকাপের আয়োজক স্বত্ব ধরে রাখতে সর্বাত্মক চেষ্টাই চালিয়ে যাচ্ছে বিসিবি। তবে নিরাপত্তার বিষয়ে অগ্রগতি জানতে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটি বৈঠক করেছেন বলেই খবর। বিশ্বকাপের সম্ভাব্য বিকল্প ভেন্যুর তালিকায় আছে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম। আইসিসি ভারতের সঙ্গে যোগাযোগ করলেও বিসিসিআই জানিয়ে দিয়েছে, তারা আগ্রহী নয়।