জেলা পর্যায়ে অভিবাসন বিষয়ে জোরদারকরণ কর্মশালা

জেলাপর্যায়ে পুনঃএকত্রীকরণ নীতি ও কাঠামো বাস্তবায়ন, পুনঃএকত্রীকরণের সমন্বিত পদ্ধতি (আইএআর) এবং রেফারেল প্রক্রিয়া সম্পর্কিত সক্ষমতা জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলাশহরের বড় ইন্দারা মোড়ে একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন— জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী র্কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ’র প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইওএম ও ওকাপসহ অভিবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশে জাতিসংঘ অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট শুভ্র প্রকাশ দে। কর্মশালা সঞ্চালনা করেন আইওএম’র প্রকল্প অ্যাসোসিয়েট সাবরিনা সোহানী।
দিনব্যাপী কর্মশালায় নিরাপদ অভিবাসনের সুফল, অনিরাপদ অভিবাসনের কুফল, সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য প্রদান করা, সম্ভাব্য বিদেশগামীদের প্রশিক্ষণ প্রদান, বিদেশে অবস্থানরত অভিবাসীর পরিবারের সদস্যদের রেমিটেন্সের সঠিক ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা, মানবপাচারের শিকার বা বিদেশে ক্ষতিগ্রস্ত, মানবপাচার, মানব চোরাচালান, অভিবাস আইন ২০১৩, অভিবাসনের ধরন, জেলা মাইগ্রেশন সমন্বয় কমিটিকে শক্তিশালীকরণ, প্রতারিত হয়ে বিদেশ ফেরতদের কিভাবে পাশে দাঁড়ানো যায়, তাদের জন্য করণীয়সহ অভিবাসন সংক্রান্ত সকল বিষয় উঠে আসে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সভার আয়োজন করে।