খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার না করার জন্য দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসা–সংক্রান্ত সব আপডেট দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনের মাধ্যমে জানানো হবে। সোমবার (১ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপনের দায়িত্ব জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে। শায়রুল কবির খান আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যাচাইবিহীন, অযাচিত বা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। দলের পক্ষ থেকে চিকিৎসা–সংক্রান্ত সব আপডেট একমাত্র ডা. জাহিদ হোসেনের মাধ্যমেই জানানো হবে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইতেও আহ্বান জানান বিএনপির মিডিয়া সেলের এই সদস্য।