চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কৃষক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামে বাইসাইকেল আরোহি একজন কৃষক নিহত হয়েছেন। তিনি গোবরাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে। পুলিশ,পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকাল সাড়ে ৩টার দিকে গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুর উপজেলাগামী সড়কে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন রফিকুল। ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে। এদিকে, ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি শাহিন আকন্দ বলেন, গোমস্তাপুরগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন রফিকুল। পুলিশ মরদেহ উদ্ধার ও বাস জব্দ করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।