চাঁপাইনবাবগঞ্জে টিআইবির দুর্নীতিবিরোধি আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ সচেতন নাগরিক কমিটি-সনাকের উদ্যোগে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্নীতিবিরোধী শপথ নেন অংশগ্রহণকারীরা। আজ শহরের শহিদ সাটু হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া সাগর। কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য এবং দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলন বেগবান করার বিষয়ে বিশদ আলোচনা করেন টিআইবি ঢাকা অফিসের কোঅর্ডিনেটর আতিকুর রহমান। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সনাকের বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরেন টিআইবির জেলা কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম। মুক্ত আলোচনায় বক্তব্য দেন সনাক সদস্য কানাই চন্দ্র দাস,মজিবুর রহমান, জাহেদুল আবেদীন মিঠু, শহিদুল হক ও এনামুল হক। সবায় ইয়েস ও এ্যকটিভ সিটিজেন গ্রুপের ২০ জন সদস্য তাঁদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে শপথ পাঠ করান সনাক সদস্য সেলিনা বেগম।