দাশপুকুর এলাকায় র‌্যাবের অভিযানে মাদক ও নগদ টাকাসহ আটক ৬

রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় র‌্যাবের অভিযানে গাঁজা, ইয়াবা, নেশাজাতীয় ট্যাবলেট ও নগদ টাকাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা সকলে রাজশাহী জেলা ও বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। আজ র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১১ পিস ইয়াবা, ৫পিস নেশাকারক ট্যাবলেট ও নগদ প্রায় ১৬ হাজার টাকা জব্দ করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।