ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়লেও আগাম সতর্কতার জন্য কোনো ব্যবস্থা এখনো নেই, উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেক দেশ ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্ক সংকেত পাঠাতে সক্ষম অ্যাপ ব্যবহার করছে। বাংলাদেশেও এমন অ্যাপ চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভূমিকম্পের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অমান্য করার প্রবণতা বড় বিপদের কারণ হতে পারে। জলাশয় ভরাট করে ভবন তুলছি। খোলা মাঠ হারিয়ে যাচ্ছে। বড় ভূমিকম্প হলে মানুষের দাঁড়ানোর জায়গাটুকুও থাকবে না। রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে আরো কঠোর হতে হবে। ফায়ার সার্ভিসের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ভূমিকম্পের মাত্রা অনুযায়ী পরিস্থিতি ভিন্ন হয়। সেদিনের ঘটনায় তারা দ্রুত সাড়া দিয়েছে। তবে, বড় কিছু হলে তখনই বোঝা যাবে, প্রস্তুতি কতটা যথেষ্ট। আল্লাহ না করুন, তেমন কিছু যেন না হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।