চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদক ও নগদ টাকাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয়ের অভিযানে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লগ্ধ নগদ প্রায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটকব্যক্তি জোড়গাছি বটতলাহাট এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ইয়ানুর হোসেন শুভ। তাঁর বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলাসহ মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ  রয়েছে বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয় সূত্র জানায়, আজ সকালে নিজ বাড়ি থেকে ওইসব মাদক ও টাকাসহ হাতেনাতে আটক হন শুভ। জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, শুভ চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্য মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছেন। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।