চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের নিয়ে শিশুসুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে ‘শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক ৩ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের উদ্যোগে গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম ফারুক, দ্বিতীয় দিনে মুফতি হানিফ, আবদুল কাদের, এবং তৃতীয় দিনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এসএসবিসির প্রজেক্ট ম্যানেজার উত্তম মন্ডল। সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন তোহরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন মানপুর প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। প্রশিক্ষণে শিশুর নিরাপত্তা, বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধ আইন, এবং ধর্মীয় নেতারা কীভাবে সচেতনতা গড়ে তুলতে পারেন—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় প্রশিক্ষণার্থীরা নিজেদের এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।