গোমস্তাপুরে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু
গোমস্তাপুরে পুকুরে ডুবে আনিরা খাতুন নামে ৬ বছরের ১শিশুর মৃত্যু হয়েছে। সে বাঙ্গাবাড়ি ইউনিয়নের পশ্চিম আনারপুর গ্রামের আসাদুল হকের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে সমবয়সীদের সাথে খেলা করছিল আনিরা। এর এক পর্যায়ে সে নিখোঁজ হয়। বিকাল ৪টার দিকে তাকে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর পাঢ়ে তার সেন্ডেল দেখতে পান স্থানীয়রা। এ সময় পুকুরে খোঁজ করে বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।