দেশজুড়ে তাপমাত্রা কমছে, বাড়ছে শীতের আমেজ
দেশে তাপমাত্রা আবারও কমতে শুরু করেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা আগামী কয়েকদিনে আরও ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বিস্তৃতি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এছাড়া ২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২১ নভেম্বরের (শুক্রবার) পূর্বাভাস:
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২২ নভেম্বরের (শনিবার) পূর্বাভাস:
আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৩ নভেম্বরের (রবিবার) পূর্বাভাস:
সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।
২৪ নভেম্বরের (সোমবার) পূর্বাভাস:
আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। বর্ধিত পাঁচ দিনের আউটলুকে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।