৫০ বছরের ট্রেন্ড ভাঙতে চলেছে সুপারম্যানের

ডিসি স্টুডিওসের নতুন সিনেমা ‘সুপারম্যান টু (ম্যান অব টুমোরো)’ সুপারম্যান ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। প্রায় ৫০ বছর ধরে সুপারম্যানের একক সিনেমাগুলোতে ভিলেন হিসেবে ঘুরেফিরে এসেছে জেনারেল জড বা লেক্স লুথর-এই চক্রের বাইরে যাওয়া হয়নি। কিন্তু এবার সেই দীর্ঘদিনের ট্রেন্ড ভাঙতে চলেছে ডিসি। খবর দ্য ডাইরেক্টের। দ্য র্যাপ-এর উমবের্তো গনজালেজ এবং কেসি লাভিং-এর রিপোর্ট অনুযায়ী, ‘ম্যান অব টুমোরো’ সিনেমায় মূল ভিলেন হিসেবে থাকছেন ব্রেইনিয়াক। এটি হবে প্রথমবার, কোনো লাইভ-অ্যাকশন ডিসি ছবিতে ব্রেইনিয়াককে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখানো হবে। এখনো পর্যন্ত চরিত্রটির অভিনেতা চূড়ান্ত হয়নি। সুপারম্যানের একক ছবিতে ১৯৮৩ সালের সুপারম্যান থ্রী ছাড়া সব সিনেমাতেই প্রধান ভিলেন ছিলেন জড বা লেক্স। সুপারম্যান থ্রী ছবিতে রস ওয়েবস্টার নামে এক নন-কমিকস ভিলেন ব্যবহৃত হয়েছিল। এরপর আর কখনোই এই দুই চরিত্রের বাইরে যাওয়া হয়নি। জড চরিত্রটিকে প্রথম জনপ্রিয় করেন টেরেন্স স্ট্যাম্প, পরে ডিসিইউতে মাইকেল শ্যানন তার আধুনিক রূপ দেন। অন্যদিকে, লেক্স লুথরের ভূমিকায় ছিলেন জিন হ্যাকম্যান ও কেভিন স্পেসি। নতুন ডিসি ইউনিভার্সে এই চরিত্রে অভিনয় করছেন নিকোলাস হোল্ট, যিনি ২০২৫ সালের সুপারম্যান–এ তার প্রথম উপস্থিতি দিয়েছিলেন এবং পরে পিসমেকার এর দ্বিতীয় মৌসুমেও দেখা যাবে তাকে। ২০২৫ সালের সুপারম্যান এর সিক্যুয়েল ‘ম্যান অব টুমোরো’তে আবারও ফিরছেন ডেভিড কোরেনসোয়েট (সুপারম্যান), নিকোলাস হোল্ট (লেক্স লুথর), র্যাচেল ব্রসনাহান এবং ফ্র্যাঙ্ক গ্রিলো। গল্পে দেখা যাবে- পৃথিবীকে রক্ষা করতে চরম শত্রুতা ভুলে সুপারম্যান ও লেক্স লুথরকে একসঙ্গে লড়াই করতে হবে ব্রেইনিয়াকের বিরুদ্ধে। ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালের ৯ জুলাই। ডিসি কমিকসে ব্রেইনিয়াককে ধরা হয় প্রায় জাস্টিস লিগ–স্তরের হুমকি হিসেবে। এই টেকনো-অর্গানিক ভিলেন পুরো সভ্যতাকে সঙ্কুচিত করে সংগ্রহ করে রাখার জন্য কুখ্যাত। ফলে সিনেমায় তিনিই হতে চলেছেন কোরেনসোয়েটের সুপারম্যানের সবচেয়ে ভয়াবহ প্রতিপক্ষ। জ্ঞান সংগ্রহের প্রতি তার অসীম লোভের কারণে, ব্রেইনিয়াক পৃথিবীর মেটাহিউম্যানসহ নানা তথ্য দখল করতে চাইবে- এমনটাই ধারণা করা হচ্ছে। তার ভয়াবহতার কারণেই, মেটাহিউম্যানদের ঘৃণা করা লেক্স লুথরও বাধ্য হবে সুপারম্যানের সঙ্গে হাত মেলাতে।