চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে ইয়াবা,ফেনসডিল সহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি  ও র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৭৩ বোতল ফেনসিডিল ও ৫৮৮ পিস ইয়াবা জব্দ হয়েছে। এর মধ্যে র‌্যাবের  অভিযানে ইয়াবাসহ সহ  সিহাব  আলী (২২) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি শিবগঞ্জের জমিনপুর খাড়োগ্রাম এলাকার মতিউর রহমানের ছেলে। গত রোববার রাতে অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে গোপন সূত্রে  ফেনসিডিল মজুদের খবর পেয়ে শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানে ৩টি প্লাষ্টিকের ঝুড়িতে বস্তাবন্দী অবস্থায় দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য মজুদকৃত ৭৩ বোতল ফেনসিডিল জব্দ হয়। তবে এ ঘটনায় কেউ  আটক হয় নি। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক (৫৯বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল গোলম কিবরিয়া বলেন, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫/১৫ হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চালানো ওই অভিযানে জব্দ ফেসসিডিল শিবগঞ্জ থানায় জমা করা হবে।
এদিকে র‌্যাব জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনাকষা ইউনিয়নের  সীমান্তবর্তী চৌকা মনাকা স্বর্ণকারপাড়া  হতে বিক্রির জন্য অবস্থানকালে সিহাবকে ৫৮৮ পিস  ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  গ্রেপ্তার সিহাব মাদক কারবারি।  আটকের পর তার বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।