গিলকে নিয়ে বড় দুঃসংবাদ ভারত দলে

কলকাতায় টেস্টের দ্বিতীয় দিনের সকালেই ভারত শিবিরে নেমে এলো দুঃসংবাদ। অধিনায়ক শুবমান গিল মাঠ ছেড়েছেন চোট পেয়ে। আর তা বেশ গুরুতর বলেই মনে করছেন দলীয় চিকিৎসকরা। ওয়াশিংটন সুন্দরের বিদায়ের পর বিরতির ঠিক পরেই ব্যাটিংয়ে নামেন গিল। সেই সময় রাউন্ড দ্য উইকেট থেকে বল করছিলেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সাইমন হারমার। ক্রিজে নেমে প্রথম বলটি ঠেকিয়ে খেলেন তিনি। দ্বিতীয় বলে সুইপ শট খেলে চারও আদায় করেন। কিন্তু বাউন্ডারি হাঁকানোর পরই দেখা যায়, গিল বেশ অস্বস্তিতে ভুগছেন। তিনি সঙ্গে সঙ্গে গলার পেছনে হাত দিয়ে ব্যথার জায়গা চেপে ধরেন, মাথাও ঠিকভাবে নড়াচড়া করতে পারছিলেন না। দলীয় ফিজিও দ্রুত মাঠে এসে পরিস্থিতি পরীক্ষা করেন। স্বল্প সময়ের পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত হয়—গিলের খেলা চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। বাধ্য হয়েই অবসর নিয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক।