হাতে চুম্বনের মাধ্যমে প্রকাশ্যে রাশমিকা-বিজয়ের প্রেম

দীর্ঘ আট বছর ধরে গুঞ্জন চলছিল রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ককে কেন্দ্র করে। এবার সেই নীরবতা ভাঙলেন তারা। ভারতের হায়দরাবাদে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার সাফল্য উদযাপনের অনুষ্ঠানে প্রকাশ্যেই প্রেম প্রকাশ করেন দক্ষিণী এই তারকাযুগল।

অনুষ্ঠানে বিজয় রাশমিকার হাতে চুম্বন করেন, আর রাশমিকা মাইক হাতে লাজুক মুখে হবু স্বামীকে উদ্দেশ করে বলেন, “প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডা থাকা উচিত। ওর মতো পাশে থাকা সত্যিই ঈশ্বরের আশীর্বাদ।”

রাশমিকা আরও যোগ করেন, “বিজু প্রথম দিন থেকেই এই ছবির সঙ্গে ছিলেন, এবং এখন সাফল্যের অংশ হয়ে পাশে আছেন।” বলিপাড়ায় গুঞ্জন রয়েছে, তারা ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করবেন।