মোবাইল কোর্টের অভিযান : শব্দ দূষণ করায় ৪ মামলা ও জরিমানা আদায়

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী ৩টি বাস ও ১টি ট্রাকচালককের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয় এবং ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সহযোগিতায়, মোবাইল কোর্টের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র। প্রসিকিউশন প্রদান করেন— পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ। এসময় শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান বা মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানানো হয়।