01713248557

প্রথমবার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে আফগানিস্তান

বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করার পুরস্কার পাচ্ছে আফগানিস্তান। এখন বড় দলগুলোতেও তাদের গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করেছে। যার ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষীয় সিরিজ খেলার সুযোগ মিলছে রশিদ খানদের। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজটির আয়োজক। এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামে ছিল না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের চেয়ারম্যান লসন নাইডু জানিয়েছেন, দুই বোর্ডের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এক মাইলফলক। সিরিজটি শেষ হবে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ব নির্ধারিত দুই ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডের সিরিজ খেলার ঠিক আগে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড সিরিজ। দক্ষিণ আফ্রিকার বেশ ব্যস্ত সময় কাটবে। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে তারা দুই টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। স্বাগতিকদের বিপক্ষে সে সিরিজটি মাঠে গড়াবে ৭ আগস্ট।