চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগী বেড়ে ৬৩ জন
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি থাকা ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িছে ৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে এই হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন ৬৩ জন। অরপ দিকে ২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
শনিবার হাসপাতালটির প্রতিদিনের সংক্ষিপ্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্যান্য উপজেলার খবর জানা যায় নি।