শিবগঞ্জে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যে- তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দুপুরে শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় তিনি বলেন, নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা-ভোক্তার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন। পাশাপাশি সমাজের উন্নয়নের পথকে সুগম করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের কোন বিকল্প নেই। নিরাপদ খাদ্য উৎপাদনের মধ্য দিয়ে নারীরাই পারে দেশ ও পরিবারকে এগিয়ে নিতে। কয়েকজন দর্শনার্থী বলেন, এ মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে। এখান থেকে আমরা উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখছি। উদ্যোক্তা শামীমা বেগম বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা অনলাইন ব্যবসায় এগিয়েছে। অনলাইন ব্যবসায় ঝুঁকে পড়ছে নারীরা।

এতে একদিকে যেমন তারা আত্মনির্ভরশীল হচ্ছেন অন্যদিকে সাবলম্বী হয়ে উঠছেন। পরিবারের কাজের ফাঁকে তারা নিজেদের মেধা দিয়ে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন। আরেক উদ্যোক্তা আমিনা রোজি উর্মি বলেন, আমি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কয়েক বছরে এখন আমার দ্বিগুণের ওপরে। আমাকে দেখে এখন অন্যরাও ঝুঁকে পড়েছেন এ ব্যবসায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। মেলায় ৫০টি স্টলে খাদ্য, বস্ত্র, নারীদের হাতের তৈরী বিভিন্ন পণ্য ও প্রসাধনী সামগ্রী স্থান পেয়েছে। মেলা সাধারণ মানুষের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে। মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত।