চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সভার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে অভিবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান।
অতিথি হিসেবে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি’র অধ্যক্ষ আব্দুর রহিম, চাঁপাইনবাবগঞ্জ প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান। এছাড়াও বক্তব্য দেন— জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশ মিশনের প্রকল্প সহকারী শাহ্ শফিউর জালাল। এছাড়া ওকাপের কার্যক্রম তুলে ধরেন ওকাপের ফাইন্যান্স ম্যানেজার মমতাজ বেগম।
সভায় জানানো হয়, তৃণমূল পর্যায়ে ডোর টু ডোর ক্যাম্পেইনের মাধ্যমে নিরাপদ অভিবাসন, মানবপাচার ও সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য প্রদান করা, সাম্ভাব্য বিদেশগামীদের প্রশিক্ষণ প্রদান, বিদেশে অবস্থানরত অভিবাসীর পরিবারের সদস্যদের রেমিটেন্সের সঠিক ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা, মানবপাচারের শিকার বা বিদেশে ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, অসুস্থ অভিবাসীদের এয়ারপোর্ট পিকআপ, সেল্টার হোম, মনো-সামাজিক কাউন্সেলিং ও চিকিৎসা সেবা প্রদান পূর্বক সামাজিক পুনঃএকত্রীকরণ করা, বিদেশে অবস্থানরত অভিবাসীর সন্তানদের সুকুমারবৃত্তি চর্চার মাধ্যমে তাদের স্বাভাবিক বিকাশে সেবা ও সহযোগিতা করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা ইত্যাদি বিষয়ে কাজ করছে ওকাপ।
এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাইকি ওদুদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষে দুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভা থেকে নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করা হয়।