জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার ২ নম্বর আসামি রফিক শেখ গ্রেপ্তার
রাজশাহীর আলোচিত মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি রফিক শেখকে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-৬ সাতক্ষীরা। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্যামনগর উপজেলার শংকরকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২১ অক্টোবর দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার বাসাদিয়াড় গ্রামে মোস্তফা শেখকে লোহার হাসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় নিহতের পরিবারের আরও কয়েকজন আহত হন।
এ ঘটনায় মোস্তফা শেখের ছেলে ওমর ফারুক বাদী হয়ে চারঘাট থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে এই মামলায় রহমত উল্লাহ ও দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব জানায়, রফিক শেখকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।