প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করলেন রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধিদল

সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন খামার ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রূপালী ব্যাংকের আট সদস্যের সিনিয়র প্রতিনিধিদল। আজ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও গোবতলা ইউনিয়নে বাস্তবায়িত প্রয়াসের বিভিন্ন কার্যত্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকেলে শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তেন প্রয়াসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এতে প্রয়াসের পক্ষে উপস্থিত ছিলেন, মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক পঙ্কজ কুমার সরকার, যুগ্ম-পরিচালক নাসের উদ্দিন, নিরীক্ষা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, ফারুক আহমেদ, আব্দুস সালাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর আগে গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর যৌবনে অবস্থিত প্রয়াসের ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার, শীপ ফার্মের শেড, ডেইরি ফার্ম, ফ্যাটেনিং ফার্ম ও বায়োগ্যাস প্ল্যান্ট ঘুরে দেখেন। তাঁরা খামারের উৎপাদন ব্যবস্থা, প্রাণিসম্পদের স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।