ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায় ছাগল প্রদান, শিবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে আরো চারজনকে ছাগল প্রদান করেছে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজনকে ৩টি করে ছাগল প্রদান করা হয়। আজ বিকেলে ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন। বিতরণকালে জানানো হয়, ছাগলগুলো তারা বাড়িতে লালপালন করে ছাগলের সংখ্যা বৃদ্ধি করবে এবং তাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে তাদেরকে আর ভিক্ষা করতে হবে না।
শিবগঞ্জে পল্লী সমাজসেবা (আরএসএস) প্রকল্পের আওতায় ৯ জন সদস্যের মাঝে ২ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কমলাকান্তপুর বিশ্বাসপাড়া এলাকায় সদস্যদের মাঝে এই ক্ষুদ্র ঋণ তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন, দারিদ্র্যসীমার নীচে বসবাসরত জনগোষ্ঠির মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি ও আয়বর্ধক কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করে দেশের সার্বিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন, দরিদ্রতা বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল ¯্রােতধারায় নিয়ে আসা হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী সচেতনতা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলকে একযোগে কাজ কার আহবান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, আল মামুন ও পলাশ আলীসহ অন্যরা।