প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে রূপালী ব্যাংকের প্রতিনিধিদল

সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন খামার ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রূপালী ব্যাংকের আট সদস্যের সিনিয়র প্রতিনিধিদল। আজ দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর যৌবনে অবস্থিত প্রয়াসের ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার, শীপ ফার্মের শেড, ডেইরি ফার্ম, ফ্যাটেনিং ফার্ম ও বায়োগ্যাস প্ল্যান্ট ঘুরে দেখেন প্রতিনিধিরা। তাঁরা খামারের উৎপাদন ব্যবস্থা, প্রাণিসম্পদের স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রয়াসের কর্মকর্তারা অতিথিদের খামারের কার্যক্রম ও সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে, কীভাবে স্থানীয় পরিবেশ ও জেনেটিক গবেষণার মাধ্যমে ব্ল্যাক বেঙ্গল ছাগলের উন্নত ব্রিড ডেভেলপ করা হচ্ছে— সে বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিরা প্রয়াসের উদ্যোগ ও উদ্ভাবনী পদ্ধতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে ব্যাংকিং সহায়তা ও সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।
রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রয়াসের মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক পঙ্কজ কুমার সরকার, যুগ্ম-পরিচালক নাসের উদ্দিন সজল, নিরীক্ষা বিভাগের প্রধান ও সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, চাঁপাইনবাবগঞ্জ সদর অঞ্চলের জোন প্রধান তরিকুল ইসলাম, ব্যবস্থাপক ডা. রাজিন বিন রেজাউল, খামারের ম্যানেজার ডিপ্লোমা কৃষিবিদ মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। দলটি খামারের বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রশংসা করেন। প্রতিনিধিরা বলেন, “গ্রামীণ অর্থনীতিকে টেকসই করতে প্রয়াসের এই উদ্যোগগুলো দেশের জন্য অনুকরণীয়।” প্রথম দিন মাঠ পর্যায়ের পরিদর্শন শেষে পরিদর্শক টিম প্রয়াসের প্রধান কার্যালয়ে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়। দুই দিনব্যাপী এই পরিদর্শনসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির অন্যান্য কার্যক্রম পরিদর্শন করবেন রূপালী ব্যাংকের প্রতিনিধিদল।