নাচোলে দুই ভাই হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত আপন দুই ভাই আলম ও মিলন হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফুলবাড়ী মোড়ে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এলাকার কয়েকশত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন— নিহত আলম ও মিলনের ভাই আহত আমিরুল ইসলাম ও শরিফ কাফি, জুলেখা খাতুন, নূরেশা, কাহার আলী, মামুন আলীসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আপন দুই ভাইকে হত্যার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ মাত্র ৫ জনকে গ্রেপ্তার করেছে। অপর আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে মামলার সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কইল সাহাপুকুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে পরদিন ১৫ অক্টোবর মিলন আলী ও তার ভাই আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সংঘর্ষের ঘটনায় হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। এঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে নাচোল থানা পুলিশ।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. সৈকত বলেন— ৫ জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, কয়েকদিনের মধ্যেই