শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে রোধে ওরিয়েন্টেশন

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। তিনি বলেন, “শিশু ও নারীর নিরাপত্তা শুধু পরিবারের নয়, সমাজেরও দায়িত্ব। ধর্ম আমাদের ন্যায়, ভালোবাসা আর মানবিকতার পথ দেখায়।” এস.এস.বি.সি. প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল বাল্যবিয়ের ক্ষতিকর দিক, আইন ও শাস্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আরো বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা আব্দুল কাদের। ওরিয়েন্টশনটি স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।