টাইফয়েডমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক প্রচারণা

চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা ও টাইফয়েডমুক্ত আগামীর পথে’— এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসায় এই প্রচারণা অনুষ্ঠিত হয়। চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তরিকুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার এস.এস.বি.সি. প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এস.বি.সি. প্রকল্পের সহায়তাকারী আয়াতুল্লাহ। প্রচারণায় শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এবং সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।