শিবগঞ্জে সংগীত পরীক্ষার সনদ বিতরণ
শিবগঞ্জে ধ্রুব পরিষদ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সংগীত পরীক্ষায় বিভিন্ন বর্ষে উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে এই সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতার। সভাপতিত্ব করেন শিবগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা সংগীত শিক্ষার গুরুত্ব ও তরুণ প্রজন্মের সাংস্কৃতিক বিকাশে ধ্রুব পরিষদের ভূমিকা তুলে ধরেন। পরে অতিথিবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।