চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে; মাদক তৈরির উপাদানসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮ লিটার চোলাই মদ ও ১২০ লিটার মদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ সহ এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। গ্রেফতার ব্যক্তি ঝিলিম ইউনিয়নের আমনুরা কর্মকারপাড়া গ্রামের সুনীল কর্মকারের ছেলে রঞ্জিত কুমার বিশ^জিত। আজ সকাল ৭টার দিকে কর্মকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে রঞ্জিতকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে জেলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।